হোলির রাতে নাবালিকা মেয়েকে গণধর্ষণের অভিযোগ বাবা ও তার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা পলাতক। মায়ের অভিযোগের ভিত্তিতে নাবালিকার বাবার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের বাকারোয়। নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছেন, হোলির দিন মেয়েকে নিয়ে আত্মীয়ের বাড়িতে ঘুরতে যাবে বলে স্বামী বেরিয়েছিল। বাবার সঙ্গে মেয়ে বাইরে ঘুরতে যাচ্ছে, তাতে নিশ্চিন্তেই ছিলেন তিনি। রাতে বাড়ি ফেরার পর থেকে মেয়েকে কান্নাকাটি করতে দেখেন। এরপর বাবার কীর্তি কাঁদতে কাঁদতে মাকে বলে সে। নির্যাতিতা মাকে জানিয়েছে, সেদিন রাতে তাকে নিয়ে জঙ্গলে গিয়েছিল বাবা ও তার বন্ধু। গাড়ি থেকে নামার পরেই তাকে একে একে গণধর্ষণ করে কয়েক ঘণ্টা। এরপর গাড়িতে করে বাড়িতে নামিয়েই দু’জনে পালিয়ে যায়। রাতেই গণধর্ষণের ঘটনাটি মাকে জানায় নাবালিকা। পরেরদিন সকালে থানায় স্বামী ও তার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ জানান নির্যাতিতার মা। অভিযোগের ভিত্তিতে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাবার খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। নির্যাতিতা ও অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে ইতিমধ্যেই।
