দেশ

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ওড়িশায় বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১২ জন

ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ওড়িশায়। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন ১২ জন। তার মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। গুরুতর জখম হয়েছেন সাতজন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন। রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে গঞ্জাম দীঘাপাহান্ডির কাছে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারকে তিন লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আহতদের জন্যও ৩০ হাজার টাকার বিশেষ আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে। পুলিশ সুপার সারবানা বিবেক এম জানিয়েছেন, রবিবার রাতে বেররহামপুরে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়ে খাণ্ডাদেউলিতে ফিরছিলেন এক দল যাত্রী। বেরহামপুর-তপ্তপানি সড়কে দীঘাপাহান্ডির কাছে উল্টোদিক থেকে আসা একটি বাসের সঙ্গে বিয়ে বাড়ি ফেরত অতিথিদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বিয়ে বাড়ির অতিথিদের বাসটি কার্যত দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। মোট ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাছাড়া গুরুতর জখম অবস্থায় আরও সাতজনকে উদ্ধার করে দীঘাপাহান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত ১২ জনের মধ্যে সাত জন একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন বেরহামপুরের পুলিশ সুপার।