দেশ

দিল্লিতে করোনা মোকাবিলায় ১২ দফা পরিকল্পনা কেন্দ্র সরকারের

দিল্লিতে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। এই নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার সঙ্গে বৈঠক করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই পরিস্থিতিতে আইসিইউ বেড বাড়ানো, কোভিড পরীক্ষা বাড়ানো সহ ১২ দফা পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শার সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানেই ১২ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আইসিইউ বেড বাড়াতে হবে, কোভিড পরীক্ষা বাড়ানো, অক্সিজেন সিলিন্ডার আরও বেশি মজুত রাখা, নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো সহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে। বৈঠকের পর দিল্লির মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের তরফে দিল্লিতে আরও ৭৫০ বেড বাড়ানো হচ্ছে। কেন্দ্র আশ্বাস দিয়েছে ডিআরডিও সেন্টারে আরও ৭৫০ বেড বাড়ানো হবে। এই মুহূর্তে দিল্লিতে প্রতিদিন ৬০ হাজার নমুনা পরীক্ষা করা হয়। সেটা বাড়িয়ে ১ লক্ষের বেশি পরীক্ষার কথাও বলা হয়েছে।