দেশ

আগামীকাল থেকে ৩০ আগস্ট পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলে বাতিল ১২২টি দূরপাল্লার ট্রেন

আগামী মঙ্গলবার থেকে ৩০ আগস্ট পর্যন্ত ইস্ট-কোস্ট রেলে একাধিক উন্নয়নমূলক কাজ হবে। খুর্দা রোড ডিভিশনে এই জরুরি কাজের জন্য ওইসময়ে সব মিলিয়ে দক্ষিণ-পূর্ব রেলের ১২২টি দূরপাল্লার ট্রেন বাতিল থাকবে। তবে টানা ট্রেন বাতিল করা হবে না। পর্যায়ক্রমে এই ট্রেন পরিষেবা ব্যাহত হতে চলেছে। যার জেরে রেলের তরফে যাত্রীদের কাছে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে। উল্লেখযোগ্য, বাতিল ট্রেনগুলি ও তারিখ হল—সাঁতরাগাছি-পুরী স্পেশাল আপ-ডাউন (১৮, ২৫, ১৯ এবং ২৬ আগস্ট), কলকাতা-পুরী আপ-ডাউন (২০, ২৭, ২১ এবং ২৮ আগস্ট),  হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস আপ-ডাউন (২১, ২৮, ১৯ এবং ২৬ আগস্ট), শালিমার-সেকেন্দ্রাবাদ আপ-ডাউন (২৩, ৩০, ২২ এবং ২৯ আগস্ট), শালিমার-পুরী এক্সপ্রেস আপ-ডাউন (১৮-২৯ আগস্ট এবং ১৭-২৯ আগস্ট), শালিমার-পুরী এক্সপ্রেস আপ-ডাউন (২২, ২৪, ২৯, ২১, ২৩ এবং ২৮ আগস্ট), পুরী-শিয়ালদহ এক্সপ্রেস আপ-ডাউন (১৬, ১৮, ২১, ২৩, ২৫, ২৮, ১৭, ১৯, ২২, ২৪, ২৬, ২৯ আগস্ট), দীঘা-পুরী এক্সপ্রেস আপ-ডাউন (২০, ২৭, ১৯, এবং ২৯ আগস্ট)।