রাশিয়ার আক্রমণের প্রথম দিনে প্রাণ গিয়েছে ১৩৭জন ইউক্রেনবাসীর ৷ জখম হয়েছেন ৩১৬ জন ৷ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি৷ বৃহস্পতিবার তিনি একটি ডিক্রিতে সই করেছেন ৷ তাতে আপাতত আগামী ৯০ দিনের জন্য জেনারেল মোবিলাইজেশনের নির্দেশ দেওয়া হয়েছে ৷ যুদ্ধ বা কোনও জরুরি পরিস্থিতিতে দেশের সব শক্তিকে একত্র করার প্রক্রিয়াই হল জেনারেল মোবিলাইজেশন ৷ রাশিয়ার সেনা ক্রমেই ইউক্রেনের রাজধানী কিভের দিকে এগোচ্ছে ৷ সেনা প্রত্যাহারের এখনও কোনও ইচ্ছাই নেই পুতিনের ৷ রাষ্ট্রপুঞ্জের রেফিউজি এজেন্সি জানিয়েছে, প্রায় ১ লক্ষ ইউক্রেনের বাসিন্দা এখন ঘরছাড়া ৷ তবে এত কিছুর মধ্যেও তারা লড়াই চালিয়ে যাবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ৷ রাশিয়ার বিশাল সেনবাহিনীর তুলনায় তারা অনেক কম শক্তিশালী হলেও নিজেদের দেশকে বাঁচাতে মৃত্যু পর্যন্ত লড়াই তারা চালিয়ে যাবে বলেই জানিয়েছে ইউক্রেনের সরকার ৷