দেশ

একটানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪

ফের বন্যা পরিস্থিতি উত্তর প্রদেশের জেলায় জেলায়। জারি মৃত্যুমিছিল। গত কয়েকদিনে একটানা ভারি বৃষ্টির জেরে ঘরছাড়া বহু মানুষ। আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তর প্রদেশে।  সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গত কয়েকদিন একটানা ভারি বৃষ্টির জেরে উত্তর প্রদেশের অধিকাংশ নদীই বিপদসীমার উপরে বইছে। গঙ্গা, ঘাগড়া, যমুনা, কল্পি, শারদা নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়েছে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী এলাকা প্লাবিত। নদীর পাশ্ববর্তী সমস্ত বাড়ির একতলায় জল ঢুকেছে।  প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে দশজনের মৃত্যু হয়েছে মীরাটে। একটি তিনতলা আবাসন ধসে পড়ে তাতে চাপা পড়ে দশজনের মৃত্যু হয়েছে। বাকি চারজন বন্যার জলের তোড়ে ভেসে প্রাণ হারিয়েছেন। জলের তোড়ে ভেসে গেলেও দুই নাবালককে কোনও মতে উদ্ধার করেছেন গ্রামবাসীরা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সোমবার থেকে উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।