জেলা

পুরুলিয়ায় যাত্রীবাহী ভ্যানের সঙ্গে পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত শিশু সহ ১৫

যাত্রীবাহী ভ্যানের সঙ্গে সামগ্রী বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখি ধাক্কা ৷ গুরুতর আহত শিশু-সহ 15 জন । বৃহস্পতিবার দুপুর নাগাদ পুরুলিয়া-রাঁচি ৩২ নম্বর জাতীয় সড়কের উপর বেলকুড়ি মোড়ের অদূরে দুর্ঘটনাটি ঘটে । পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় । তাঁদের মধ্যে ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ বাকি ৯ জন পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন ।