তালিবানেরা আফগানিস্তান দখল নেওয়ার পর থেকেই একের পর এক খাঁড়া নেমেছে সংবাদমাধ্যমগুলির উপরে। একের পর এক বন্ধ হয়েছে বিভিন্ন মিডিয়া হাউস। সবার আগে কোপ পড়েছে পূর্বতল আফগান সরকারি পন্থী মিডিয়া হাউস গুলির উপরে। অন্যদিকে তালিবান বিরোধী কোনও খবর করলেই কার্যত বন্দুকের ডগায় দাঁড় করিয়ে শাঁসানো হচ্ছে রিপোর্টারদের। খুনও করে দেওয়া হয়েছে অনেককে।এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত আফগানিস্তানে তালিবানি আগ্রাসনের কারণে বন্ধ হয়েছে ১৫৩টি মিডিয়া হাউস।