দেশ

কর্নাটকের বিজেপি মন্ত্রীর ১ হাজার ৬০৯ কোটি টাকার সম্পত্তির হদিশ

আগামী ১০ মে কর্নাটক বিধানসভা নির্বাচন। সোমবার বেঙ্গালুরু শহর লাগোয়া হোসকোটের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন এমটিবি নাগারাজু। মনোনয়নপত্র পেশের সঙ্গে জমা দেওয়া হলফনামায় নাগারাজু জানিয়েছেন, তাঁর এবং স্ত্রী শান্তাকুমারীর ১৬০৯ কোটি টাকার সম্পদ রয়েছে। তাঁর আয়ের উৎস কৃষি এবং ব্যবসা। এছাড়াও রয়েছে পারিবারিক সম্পত্তি রয়েছে। শেষ তিন বছরে তাঁর ৩৮৯ কোটি টাকার বেশি সম্পদ বেড়েছে। বিজেপি নেতার জমা দেওয়া হলফনামা থেকে জানা গিয়েছে, নাগারাজু এবং তাঁর স্ত্রী শান্তাকুমারীর মোট ৫৩৬ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। যৌথভাবে তাঁদের স্থাবর সম্পত্তির পরিমাণ ১০৭৩ কোটি টাকা। এর আগে ২০২০ সালের নির্বাচনে দেওয়া হলফনামায় নাগারাজু জানিয়েছিলেন, স্ত্রী এবং তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২২০ কোটি টাকা। তবে এবারের হলফনামায় মন্ত্রী জানিয়েছেন, বাজারে তাঁর ঋণ রয়েছে ৯৮ কোটি ৩৬ লক্ষ টাকা। ৭২ বছরের নাগারাজুর বিদ্যার দৌড় অবশ্য নবম শ্রেণি পর্যন্ত। পাশাপাশি পারিবারিক সম্পত্তির কথাও উল্লেখ করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে হোসকোটে কেন্দ্রে জিতেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালে নাগারাজু-সহ ১৭ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। সে কারণেই কংগ্রেসের নেতৃত্বে তৎকালীন জোট সরকার ভেঙে গিয়েছিল। বিজেপিতে যোগ দিয়ে কর্নাটকের মন্ত্রীও হন।