জেলা

গত ২৪ ঘন্টায় জ্বরে আক্রান্ত হয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি ১৬০ শিশু

অজানা জ্বর আতঙ্ক বাড়াচ্ছে অভিভাবকদের ৷ ইতিমধ্যেই রাজ্যের নানা প্রান্তে জ্বরে আক্রান্ত অসংখ্য শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷ সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালেই অন্তত ১৬০টি শিশুকে ভর্তি করা হয়েছে ৷ তারা প্রত্যেকেই জ্বরে আক্রান্ত ৷ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা জেলায় ৷ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের পরিষেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ৷ যদিও বোলপুর মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার বুদ্ধদেব মুর্মু বলেন, ‘‘মরশুম বদলাচ্ছে ৷ সেই কারণেই ঘন ঘন জ্বরে পড়ছে শিশুরা ৷ তবে এনিয়ে অযথা আতঙ্কের কোনও কারণ নেই ৷ অভিভাবকরা আগের তুলনায় অনেক বেশি সচেতন হয়েছেন ৷ সেই কারণেই বাচ্চাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসছেন তাঁরা ৷ আমরাও যথাসাধ্য চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি ৷’’