উত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাস ও অটোর সংঘর্ষে মৃত্যু হয়েছে ১৭ জনের। আহত হয়েছেন ২৪ জন যাত্রী। মঙ্গলবার রাতে কানপুরের কাছে সচেনদি এলাকায় একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি যাত্রীবাহী বাসের। এর ফলে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জোন যাত্রীর। আহত হয়েছেন অনেকেই। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।