গত ১৫ আগস্ট আফগানিস্তান দখল করলেও তালিবদের হাতে ছিল না পঞ্জশির। অবশেষে শুক্রবার সেই পঞ্জশির দখল করার কথা ঘোষণা করল তালিবরা। আর এরপরেই বিজয়োল্লাসে মেতে ওঠে জেহাদিরা। আনন্দে আত্মহারা হয়ে চালাতে থাকে শূন্যে গুলি। আর তার জেরেই মৃত্যু হল ১৭ জন সাধারণ নাগরিকের। আহত হয়েছেন কমপক্ষে ৪১ জন। শুক্রবার রাতেই পঞ্জশির নিজেদের দখলে চলে এসেছে এমন খবর প্রকাশ্যে আসতেই রাস্তায় বেরিয়ে পড়ে তালিবরা। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। এক তালিবান কমান্ডার রয়টার্সকে জানায়, ‘সর্বশক্তিমান আল্লার দয়ায় আমরা গোটা আফগানিস্তান দখল করেছি। বিদ্রোহীরা পরাজিত হয়েছে। আর এবার পঞ্জশিরও এবার আমাদের দখলে।’ যদিও অপরপক্ষ দাবি করছে এখনও পর্যন্ত তালিবদের দখলে আসেনি পঞ্জশির। আমরুল্লাহ সালেহ পাল্টা দাবি করেন, প্রচণ্ড লড়াই চলছে তবে এখনও পর্যন্ত তালিবানরা পঞ্জশিরে থাবা বসাতে পারেনি। বিরোধীর নর্দার্ন অ্যালায়েন্সের নেতা আহমেদ মাসুদ টুইট করে লেখেন, ‘পাকিস্তানে এই খবরটি ছড়িয়ে পড়েছে। এটি মিথ্যে কথা। পঞ্জশিরে যেদিন ওরা জিতে যাবে সেটা হবে পঞ্জশিরে আমার শেষ দিন। ইনশাল্লা।’ তবে আহমেদ মাসুদ ও আমরুল্লাহ সালেহ পঞ্জশির ছেড়ে তাজিকিস্তানে আশ্রয় নিয়েছেন বলে দাবি তালিবানের।