বিদেশ

ইন্দোনেশিয়ায় নাইট ক্লাবে সংঘর্ষ, আগুন, মৃত ১৯

ইন্দোনেশিয়ার নাইট ক্লাবে ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষে মৃত অন্তত ১৯। ঘটনাটি ঘটেছে দেশটির ওয়েস্ট পাপুআ প্রদেশে সরঙ্গ শহরের ‘ডাবল ও’ নামের একটি নাইট ক্লাবে।  সূত্রে খবর, নাইট ক্লাবে সংঘর্ষের সময় আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ১৮ জনের। তবে, নাইট ক্লাবে কী করে আগুন লাগল, তা স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। সোরং পুলিসের প্রধান আরি নিয়োতো সেতিয়াওয়ান মঙ্গলবার এক বিবৃতিতে জানান, সোমবার রাত ১১টা নাগাদ ‘ডাবল ও’ নাইট ক্লাবে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ১৯ জনের মধ্যে একজন ছুরিবিদ্ধ হয়ে মারা হয়ে গিয়েছেন বলে দাবি। বাকিদের মৃত্যু হয় অগ্নিকাণ্ডে। প্রাথমিক তদন্তের পর পুলিস জানতে পারে, নাটই ক্লাবের অশান্তির সূত্রপাত শনিবার রাতে। সেই পুরনো বিরোধের জের ধরেই সোমবার রাতে আবারও দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।