দেশ

হিজাব মামলায় কর্নাটক হাইকোর্টের বিচারপতিদের প্রাণনাশের হুমকি, গ্রেফতার ২

হিজাব মামলার রায়ের পর প্রাণনাশের হুমকি দেওয়া হয় কর্নাটক হাইকোর্টের বিশেষ বেঞ্চের বিচারপতিদের ৷ সেই ঘটনায় ২ জনকে গ্রেফতার করল কর্নাটক পুলিশ ৷ কোভাই রহমাতুল্লা নামে এক ব্যক্তিকে তিরুনেলভেলি থেকে এবং এস জামাল মহম্মদ উসমানি নামে এক অভিযুক্তকে তানজাভুর থেকে গ্রেফতার করা হয়েছে ৷ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরার অনুমতি চেয়ে মামলা খারিজ করে দিয়েছিল ৩ সদস্যের বিশেষ বেঞ্চ ৷ তার পরেই প্রধান বিচারপতি সহ ৩ বিচারপতিকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় ৷ ধৃতেরা তামিলনাড়ু তৌহিদ জামাতের দফতরে কাজ করেন বলে জানা গিয়েছে ৷ কর্নাটক এবং তামিলনাড়ুতে ধৃতদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল ৷ তার পরেই কর্নাটক পুলিশ ব্যবস্থা নেয় এবং কোভাই রহমাতুল্লা ও এস জামাল মহম্মদ উসমানিকে গ্রেফতার করে ৷ এই ঘটনায় আরও বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ ৷ কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থি, বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত এবং বিচারপতি খাজি জাইবুন্নেসা মহিউদ্দিনকে নিয়ে ৩ সদস্যের বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছিল ৷ সেই বেঞ্চ শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিধানের অনুমতির মামলা খারিজ করে দেয় ৷