দেশ

হরিয়ানার ফরিদাবাদের আন্ডারপাসে বৃষ্টির জমা জলে ডুবে গেল গাড়ি, মৃত্যু ২ ব্যাংক কর্মী

আন্ডারপাসে বৃষ্টির জমা জলে যাত্রী সহ ডুবে গেল একটি চারচাকা। গতকাল, শুক্রবার বিকেলে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদে। মৃত্যু হয়েছে দুই যাত্রীরই। তাঁদের নাম পুণ্যশ্রেয়া শর্মা এবং বিরাজ দ্বিবেদী। জানা গিয়েছে, পুণ্যশ্রেয়া একটি বেসরকরারি ব্যাঙ্কের ম্যানেজার ছিলেন। অন্যদিকে, বিরাজ ওই ব্যাঙ্কেরই ‘ক্যাশিয়ার’ পদে কর্মরত ছিলেন। পুলিস সূত্রে খবর, এদিন বিকেলে পুণ্যশ্রেয়া এবং বিরাজ একটি চারচাকা গাড়িতে করে ওল্ড ফরিদাবাদ রেলের আন্ডারপাসে পৌঁছয়। ভারী বৃষ্টির কারণে আন্ডারপাসটি প্রথম থেকেই জলমগ্ন ছিল। কিন্তু জলের গভীরতা আন্দাজ করতে না পেরে তাঁরা তাঁদের গাড়িটি আন্ডারপাসের দিকে নিয়ে যান। কিন্তু কিছুটা যাওয়ার পরই আচমকা গাড়িটি জলে ডুবে যেতে শুরু করে। এরপর আতঙ্কিত হয়ে তাঁরা কোনও মতে গাড়ি থেকে বেরিয়ে সাঁতার কেটে নিরাপদ স্থানে সরে আসার চেষ্টা করেন। কিন্তু জলের পরিমাণ বেশি থাকায় তাঁরা তলিয়ে যান। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। এরপর তাঁদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিস সূত্রে খবর, গাড়ি থেকে কিছুটা দূরে পুণ্যশ্রেয়ার দেহটি পাওয়া যায়। অন্যদিকে, দীর্ঘ তল্লাশির পর শনিবার ভোরে বিরাজের দেহটি উদ্ধার করা হয়েছে বলে খবর। উল্লেখ্য, শুক্রবার থেকেই ভারী বৃষ্টিতে জেরবার দিল্লি এবং তার পার্শ্ববতী এলাকা। গত বৃহস্পতি এবং শুক্রবার দিল্লিতে কমলা সতর্কতা জারি করছিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর,  উত্তরপ্রদেশের দক্ষিণ-পশ্চিমে তৈরি হওয়া নিম্নচাপের কারণেই এই ভারী বৃষ্টি।