সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অবশেষে মিলল সুরাহা। সেনাবাহিনী থেকে অবসর গ্রহণের চার বছর পর মেজর জেনারেল হিসাবে পদোন্নতি হল দুই ব্রিগেডিয়ারের। ২০১৫ সালে দুই অফিসার ব্রিগেডিয়ার নলিন ভাটিয়া এবং ব্রিগেডিয়ার ভিএন চতুর্বেদী, দুজনেই নিজ নিজ ব্যাচের একমাত্র অফিসার ছিলেন। ২০১৫ সালে তাদের মেজর জেনারেল পদে পদোন্নতির জন্য বিবেচনা করা হয়েছিল। কিন্তু ঠিক সেখানেই ঘটে বিপত্তি। এই দুই অফিসারের হয়ে অবসরপ্রাপ্ত কর্নেল ইন্দ্র সেন সিং বলেন, তাদের নিজের নিজের ব্যাচের একমাত্র অফিসার হওয়ার সত্ত্বেও এই দুই অফিসারের পদোন্নতি ঘটেনি। কার্যকালে তাদের প্রোফাইলও অসাধারণ, তাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক রিপোর্টও ছিল না। তা সত্ত্বেও তারা এই পদোন্নতি থেকে বঞ্চিত থাকে। কর্নেল সিং এবিষয়ে আরও বলেন যে, তাদের পদোন্নতি ঠিক কী কারণে ঘটেনি সেটাই সবথেকে বড় আশ্চর্যের। কারণ, পদোন্নতির যে সমস্ত মানদণ্ড ছিল, তার সবকিছু তারা পূরণ করেছিল। সব রিপোর্টিং অফিসারও তাদের পদোন্নতির জন্য সুপারিশ করেছিলেন। এমনকি এ বিষয়ে আরটিআই (RTI) আবেদন করা সত্ত্বেও তাদের নির্বাচন না করার কারণগুলিও প্রকাশ করা হয়নি। জানা যায়, এই দুই অফিসার প্রথমে পৃথকভাবে আর্মড ফোর্সেস ট্রাইব্যুনালে যোগাযোগ করেন। তবে সেখানে তাদের আর্জি বাতিল হয়ে যায়। তাই শেষ পর্যন্ত দুজনেই কিন্তু তাদের আর্জি বাতিল হয়ে যায় এবং শেষ পর্যন্ত তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হন। এ বিষয়ে কর্নেল সিং জানান, সুপ্রিম কোর্টে গোটা বিষয়টি খতিয়ে দেখা হয় এবং জানানো হয় যে এই দুই অফিসারের পদোন্নতি না হওয়া সেনাবাহিনীরই নিজস্ব নীতির পরিপন্থী ছিল। আর তাই শীর্ষ আদালতই তাদের যোগ্য সম্মান ফিরিয়ে দেন। আদালতেরই হস্তক্ষেপে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার চার বছর পর মেজর জেনারেল পদে পদোন্নতি হয় দুই ব্রিগেডিয়ারের।