সোমবার থেকে লাগাতার বর্ষণ হয়েই চলেছে উত্তরবঙ্গে। নামছে ধস। বিপর্যস্ত উত্তরবঙ্গের বহু জেলা। এর মধ্যেই বাড়ছে নদীর জলস্তর। আলিপুরদুয়ারের জয়গাঁয় ভাঙল তোর্সার পাড়। নদীতে তলিয়ে গেল একই পরিবারের দুই শিশু। উদ্ধারের চেষ্টা চলছে। জানা গেছে, জয়গাঁ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট মেচিয়াবস্তি এলাকার বাসিন্দা সফিক আনসারীর দু’জন শিশুকন্যা তোর্সা নদীর পাড়ে গিয়েছিল শৌচকর্ম করতে। এমন সময় আচমকায় ভেঙে যায় পাড়। তাতেই নদীর জলে তলিয়ে যায় অনিশা ও মনীশা নামে দুই বোন। একজনের বয়স ৮, অন্যজনের ১০। দুর্ঘটনার সময় নদী পাড়ে অনেকেই ছিলেন। তাঁরা দু’জনকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু জলের তোড়ে শিশুকন্যাদের ভাসিয়ে নিয়ে চলে যায়। দুর্ঘটনার খবর পেয়েই তোর্সার তীরে ছুটে আসে জয়গাঁ থানার পুলিশ। লাগাতার বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইচে তোর্সার জল। ফলে শিশুদের খোঁজ পাওয়া দুষ্কর হয়ে উঠেছে প্রশাসনের কাছে। ক্রমাগত ভাঙছে নদীর পাড়। আগে থেকেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে তোর্সার দুই পাড়েই। উত্তরবঙ্গে বহু এলাকায় তিস্তার পাড় ভেঙেছে। নদীতে তলিয়ে গিয়েছে বহু বাড়ি। ঘরছাড়া বহু পরিবার। জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তার বিবেকানন্দ ও সারদা পল্লি এলাকা জলমগ্ন। তিস্তার পাড়ে দক্ষিণ সুকান্তনগর গ্রামেও জল ঢুকে পড়েছে। নিজের বাড়ি ছেড়ে বাঁধে এসে আশ্রয় নিয়েছেন বাসিন্দারা। এদিকে দার্জিলিং, কালিম্পঙেও বহু জায়গায় ধস নেমেছে।