জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি হামলা। শনিবার সোপোরে পুলিশ ও সিআরপিএফ সিআরপিএফের ক্যাম্প লক্ষ্য করে গ্রেনেড বর্ষণ করে। আর তাতেই শহিদ হলেন দুই পুলিশকর্মী। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে আরও দুই সাধারণ নাগরিকের। সূত্রের খবর, জঙ্গিরা ঘাঁটি গেড়ে বসে রয়েছে, গোপন সূত্রে এমন খবর ছিল সিআরপিএফের কাছে। সেইমতো সোপোরের আমারপোড়ায় যৌথ ক্যাম্প তৈরি করেছিল পুলিশের সঙ্গে। শনিবার আচমকাই সেখানে জঙ্গী হামলা ঘটে যায়। প্রথমে একটি গ্রেনেড বিস্ফোরণ হয়। তারপর একতরফা গুলিতে আহত হয়েছেন অনেকে। হামলায় প্রাণ হারিয়েছেন দুই পুলিশ কর্মীর। পাশাপাশি আরও ২জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে।