সাত সকালে সেপটিক ট্যাঙ্কে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হল। আজ, শনিবার ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার রতনপুরে। এদিন প্রথমে ওই সেপটিক ট্যাঙ্কে একজন শ্রমিক কাজ করতে নেমেছিলেন। পরে তাঁর সাড়া না পেয়ে অন্যজন নীচে নামেন। কিন্তু পরে দু’জনেরই সাড়া না পেয়ে পুলিসে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিস ও দমকল কর্মীরা দু’ঘণ্টার চেষ্টায় সেপটিক ট্যাঙ্ক থেকে ওই দুই শ্রমিকের নিথর দেহ উদ্ধার করে।