ক্রাইম দেশ

উত্তরাখণ্ডের দেরাদুনে নাবালিকাকে ধর্ষণ ও তাঁর বান্ধবীর শ্লীলতাহানি অভিযোগ গ্রেপ্তার ২!

উত্তরাখণ্ডের দেরাদুনে চাঞ্চল্যকর ঘটনা। এক নাবালিকাকে ধর্ষণ ও তাঁর বান্ধবীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত ২ জনকে ইতিমধ্যে পাকড়াও করেছে পুলিশ। দেরাদুন পুলিশ সূত্রে খবর, ১ এপ্রিল নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হন নির্যাতিতার মা। অভিযোগের তীর ছিল হাসানপুর গ্রামের এক ব্যক্তির বিরুদ্ধে। পাশাপাশি, অভিযুক্তের বন্ধু নাবালিকার এক সঙ্গীর শ্লীলতাহানিও করে বলে অভিযোগ দায়ের করা হয়। এরপরেই ঘটনার তদন্তে নামে পুলিস। অবশেষে সাহসপুরের দণ্ডপুর জঙ্গলের দিকে যাওয়ার রাস্তা থেকে উভয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিপদ বুঝে দুই অভিযুক্ত পালানোর ছক কষেছিল। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।