সাত সকালেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। আজ সোমবার, গাজিয়াবাদ জেলার লোনিতে একটি বহুতলে আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। পাশাপাশি চলে উদ্ধারকাজ। ২ জন মহিলাকে জখম অবস্থায় ও আরও ৮ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে দমকলের কর্মীরা। জখম দুই মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ২ জনের। ময়নাতদন্তের জন্য ওই দুই মহিলার দেহ পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ওই বহুতলটি মূলত ঘর ভাড়া দেওয়া হয়। ওই বহুতলের নীচের তলা থেকেই আগুন লাগে বলে অনুমান দমকলের। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে ঘটেছে দুর্ঘটনাটি। তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।