জেলা

বিয়ে বাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক বাইক দুর্ঘটনা, মৃত ২ যুবক

বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হল তরতাজা দুই যুবকের। মারাত্মক ভাবে জখম আরও একজন। বিয়ে বাড়ি থেকে একই বাইকে তিনজন সওয়ার হয়ে ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃতেরা হল ফারুক মল্লিক (১৮) ও সেখ সাইদুল (২২)। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উলুবেড়িয়া শ্যামপুর রাস্তায় কালীনগর ফারুক সাহেবের মোড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি একটি হোটেলের দেওয়ালে ধাক্কা মারে, যার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়ালের একাংশ। আর তার ফলেই মৃত্যুর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, মৃতদের বাড়ি উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুরে। জানা গিয়েছে, শনিবার রাতে একটি বিয়ে বাড়ি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তিন যুবক একটি বাইকে চেপে শ্যামপুরের দিকে যাচ্ছিল। রাত ১২টা নাগাদ ফারুক সাহেবের মোড়ের কাছে এসে বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। যার জেরে, ৩ বাইক আরোহী মারাত্মক জখম হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই আহত ৩ জনকে উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা ফারুক এবং সাইদুলকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, অপরজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়।