দেশ

বিজাপুরে ২০ কেজি আইইডি উদ্ধার করল সিআরপিএফ

ছত্তিশগড়ের বস্তারের বিজাপুরে 20 থেকে 22 কেজি ওজনের একটি আইইডি উদ্ধার হয়েছে ৷ মাওবাদীদের বড়সড় বিস্ফোরণের ছক বানচাল করে দিলেন সিআরপিএফ জওয়ানরা ৷ সিআরপিএফ জওয়ানরা লাগাতার মাওবাদী বিরোধী অভিযান চালাচ্ছেন ৷ তারই অংশ হিসাবে সেন্ট্রাল ফোর্সের 196তম ব্যাটালিয়নের জওয়ানরা উসুর থানা এলাকায় তল্লাশি অভিযানে বেরিয়েছিলেন ৷ তল্লাশির সময় সোমবার সকাল সাড়ে 7টার দিকে জওয়ানরা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) শনাক্ত করেন । এই আইইডিটি একটি নীল রঙের প্লাস্টিকের ড্রামে রাখা ছিল । মনে করা হচ্ছে, সোমবার বিকেলে ভয়াবহ বিস্ফোরণের পরিকল্পনা ছিল ৷ তার আগে জওয়ানরা অভিযানে আইইডি উদ্ধার করতে সফল হন ।