রঙের উৎসবের দিনে সুখবর দিলেন গায়ক ইমন চট্টোপাধ্যায়৷ পুত্র সন্তানের বাবা হলেন ইমন৷ গায়ক ইমন ও স্ত্রী ঋতুপর্ণার কোল আলো করে এসেছে খুদে সদস্য৷ দোলের দিন দুপুরেই একটি ছবি পোস্ট করেছেন ইমন৷ তবে দোলের দিন প্রথম ছেলের হওয়ার সুখবর জানালেও ১১ মার্চ বাবা হয়েছেন ইমন৷ ইমনের এই পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে অনুরাগীরা৷ ছবিতে […]