কলকাতা

ভাড়া বৃদ্ধির দাবিতে আজ থেকে পথে নামবে না প্রায় ২১ হাজার হলুদ ট্যাক্সি

হলুদ ট্যাক্সির ভাড়া বৃদ্ধি, ট্যাক্সি চালকদের জন্য স্বাস্থ্য বিমা ও কোরোনা কিটের দাবিতে আজ রাজ্যজুড়ে ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি । বারবার কেন্দ্র ও রাজ্য সরকারকে চিঠি দেওয়া সত্ত্বেও মেলেনি সদুত্তর । তাই এবার ধর্মঘটের পথে AITUC অনুমোদিত ওয়েস্টবেঙ্গল ট্যাক্সি অপারেটরস কো-অর্ডিনেশন কমিটি । রাজ্য জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের পাশাপাশি সংগঠনের তরফে বেলা ১২টা থেকে ৩টে পর্যন্ত পরিবহন দপ্তরের সামনে ধরনায় বসবে সংগঠনটি । পরিবহন সচিবের কাছে দাবিদাওয়াগুলি নিয়ে একটি স্মারকলিপিও জমা দেওয়া হবে । আজ রাজ্যজুড়ে প্রায় ২১ হাজার ট্যাক্সি পথে নামবে না বলে জানিয়ে দিয়েছে সংগঠন । সংগঠনের সাধারণ সম্পাদক ও কনভেইনার নাবাল কিশোর শ্রীবাস্তব বলেন, “আমরা বহুবার কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে ভাড়া বাড়াবার আবেদন জানিয়ে চিঠি দিয়েছি । কিন্তু লাভ হয়নি । একদিকে বেড়েছে জ্বালানি খরচ, অন্যদিকে কোরোনা আবহে যাত্রী প্রায় হচ্ছে না বললেই চলে । জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে চলেছে তাতে পুরোনো ভাড়ায় আর ট্যাক্সি চালানো সম্ভব হচ্ছে না ।”