কলকাতা

২৪ জন বিজেপি বিধায়ক ‘মিসিং’,আগে তাদের নিয়ে ভাবুক, তারপর দলবদল বিরোধী আইন নিয়ে কথা বলুক, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

সোমবার শুভেন্দু অধিকারী যখন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করতে যান, তখন সব বিজেপি বিধায়কের থাকার কথা ছিল ৷ কিন্তু দেখা গেল, একজন, দু‘জন নয়, একেবারে ২৪ জন বিজেপি বিধায়ক অনুপস্থিত ৷ ৭৪-এর ২৪ ‘মিসিং’ ! এই ঘটনায় কটাক্ষের সঙ্গে গেরুয়া শিবিরকে ঘর সামলানোর পরামর্শ দিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ সুদীপের কথায়, দলবদল বিরোধী আইন নিয়ে না ভেবে শুভেন্দু আগে নিজের দলের ২৪ জন বিধায়ককে নিয়ে ভাবুক ৷ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, “দলবদল বিরোধী আইন (Anti defection Law) কারও ব্যক্তিগত বিষয় নয় ৷ তা বদলাতে সংসদের দুই কক্ষের অনুমতি লাগবে ৷ বিধানসভার অনুমতি লাগবে ৷ যদি বিধানসভার বিরোধী দলনেতা এই আইনে বদল আনতে চান তাহলে কেন্দ্রকে বলুক ৷” এরপরই সুদীপ বলেন, “আগে ২৪ জন বিধায়কের অনুপস্থিতির বিষয়টি নিয়ে ভাবুক বিজেপি ৷ তারপর দলবদল বিরোধী আইন নিয়ে কথা বলুক ৷ “

রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা বিষয়ে কথা বলতে সোমবার রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেই বৈঠকেই থাকার কথা ছিল ৭৪ জন বিজেপি বিধায়কের ৷ কিন্তু ২৪ জন ছিলেন না শুভেন্দুর সঙ্গে ৷ ব্যক্তিগত কাজে, অসুস্থতার কারণে কেউ কেউ নাও আসতে পারেন, তাই বলে একেবারে ২৪ জন বিধায়ক ! রাজনৈতিক মহলের একটি অংশের ধারণা, এই ঘটনা দলবদলের পাল্টা স্রোতেরই ইঙ্গিত ৷