করোনা পরিস্থিতির মোকাবিলায় নবান্নে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলল রাজ্য প্রশাসন । তবে এই কন্ট্রোল রুম সাধারণ মানুষের জন্য নয় । শনিবার থেকে যে ইন্টিগ্রেটেড কোভিড ম্যানেজমেন্ট সিস্টেম চালু হয়েছে তার নজরদারির জন্য এই কন্ট্রোল রুম ২৪ ঘন্টা চালু থাকবে । মূলত এই কন্ট্রোল রুম থেকেই গোটা রাজ্যের কোভিড পরিস্থিতির উপর নজর রাখা হবে । প্রতিমুহূর্তে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে কোথায় কী প্রয়োজন রয়েছে সেগুলো জানা হবে ৷ সেই মতো পরিকাঠামো তৈরি করা হবে । গোটা ব্যবস্থার মাথায় রয়েছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ।