ভয়াবহ পথ দুর্ঘটনা মেক্সিকোয়। সড়ক দুর্ঘটনা প্রাণ কাড়ল ২৬ জনের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে মেক্সিকোর উত্তরাঞ্চলীয় তামাউলিপাস রাজ্যে। হাইওয়েতে ট্রাক্টর ট্রেলার ও যাত্রীবাহী ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তারপর আগুন ধরে যায়। যার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ২৬ জনের। মৃতদের মধ্যে শিশুও রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছয় পুলিশ। যদিও কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে পৌঁছনোর পর সেখানে ট্রেলার বহনকারী ট্রাকটিকে দেখতে পাননি। ট্রাকের চালক পালিয়ে গেছেন, না কি দুর্ঘটনায় মারা গেছেন, তা তদন্তকারীরা এখনও নিশ্চিত করেননি। অন্যদিকে ঘটনাস্থল থেকে ভ্যানের যাত্রীদের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই মেক্সিকান।