জেলা

আজ হাওড়া ডিভিশনে বাতিল ২৮টি লোকাল

ফের ট্রেন বাতিল। আজ, রবিবার হাওড়া ডিভিশনে ২৮টি লোকাল ট্রেন বাতিল থাকবে। ট্র্যাক, ওভারহেড ইলেকট্রিফিকেশন, সিগন্যাল সহ ট্রেন পরিষেবার সঙ্গে যুক্ত বিবিধ কাজের জন্য পরিষেবা ব্যাহত হবে। আজ কলকাতার ইডেনে রয়েছে বিশ্বকাপের মেগা ম্যাচ। ফলে খেলা দেখতে আসা মানুষজন আগে থেকে বিকল্প রাস্তা ভেবে এলে সুবিধা পাবেন। বাতিল ট্রেনগুলি হল, হাওড়া থেকে ৩৬৮২৫, ৩৬৮২৭, ৩৭৩১৫, ৩৭৩৬৩, ৩৭২১১, ৩৭৮১১, ৩৭৮১৩, ৩৭৩০৩। ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯, ৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬। বর্ধমান থেকে ৩৬৮৪২, ৩৬৮৪৪, ৩৭৮১২, ৩৭৮১৪, ৩৭৮১৬। বারুইপাড়া থেকে ৩২৪১২। শিয়ালদহ থেকে ৩২৪১১, ৩২২৩৩। কাটোয়া থেকে ৩৭৭৪৮, ০৩০৯৫। আজিমগঞ্জ থেকে ০৩০৯৬, তারকেশ্বর থেকে ৩৭৩২৬, ৩৭৩১২, আরামবাগ থেকে ৩৭৩৬৪, ডানকুনি থেকে ৩২২৩৪। এছাড়া সিঙ্গুর থেকে ৩৭৩০৪ নম্বরের লোকালও বাতিল থাকবে। বেলুড়, হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, ঘানা-গুমানি লাইনে কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে। এছাড়া, ছ’টি লোকালের যাত্রার সময়সূচি বদল হতে চলেছে। চারটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাও অল্পবিস্তর ব্যাহত হবে।