জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের আথলান গাডোলে এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন জঙ্গিদের ছোড়া গ্রেনেডে জখম হলেন সেনার এক জওয়ান সহ ৩ জন। জানা গিয়েছে, তল্লাশি চলাকালীন লুকিয়ে থাকা জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়। একটি গ্রেনেড বিস্ফোরণে ২ স্থানীয় বাসিন্দা ও এক জওয়ান আহত হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সবার শারীরিক অবস্থাই আপাতত স্থিতিশীল।