জেলা

উলুবেড়িয়ায় বাজি ফাটাতে গিয়ে মৃত্যু হল ২ শিশু ও এক কিশোরীর

দীপাবলির আনন্দের মধ্যে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বাজি ফাটাতে গিয়ে অঘটন উলুবেড়িয়ায়। ফুলঝুরি জ্বালাতে গিয়ে আগুনে পুড়ে মৃত দুই শিশু, কিশোরীর। ভস্মীভূত বাড়ি ও দোকান। স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার গ্রামে বাজি ফাটাতে গিয়ে আগুন লাগে একটি বাড়িতে। দাহ্যবস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় তিনজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ ও দমকলবাহিনী। স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় ওই বাড়ির মজুত ছিল প্রচুর বাজি। আজ, শুক্রবার সন্ধেয় ঘরের ভিতরেই বাজি পোড়াচ্ছিল ওই তিনজন। সেখান থেকেই কোনওভাবে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে, ঘর থেকে আর বেরোতে  পারেনি তারা। এদিকে বাড়ির ভিতরে আগুন জ্বলতে দেখে দমকল ও থানা খবর দেন প্রতিবেশীরা। এরপর কোনওরকমে ঘর থেকে ২ শিশু ও এক কিশোরীকে উদ্ধার করেন দমকলকর্মীরা। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি। মৃত ৯ বছরের তানিয়া মিস্ত্রি, ৪ বছরের মমতাজ খাতুন ও মাত্র আড়াই বছরের ঈশান ধাড়া। এলাকার শোকের ছায়া।