দেশ

কৃষ্ণের নামে কাটা যাবে না ৩ হাজার গাছ, জানিয়ে দিল শীর্ষ আদালত

ভগবান কৃষ্ণের দোহাই দিয়ে ৩ হাজার গাছ কাটা যাবে না, যোগী আদিত্যনাথের সরকারকে সাফ জানিয়ে দিল শীর্ষ আদালত। এই রায়ে স্বভাবতই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন প্রকৃতিপ্রেমী থেকে পরিবেশবিদরা। বুধবার বিকেলে উত্তরপ্রদেশের পূর্ত দপ্তরকে এই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি এসএ বোবদে। মথুরায় কৃষ্ণ মন্দির যেতে প্রায় ২৫ কিমি রাস্তা চওড়া করতে ২৯৪০টি গাছ কাটতে সুপ্রিম কোর্টের অনুমতি চেয়েছিল যোগীর সরকার। বিনিময়ে ১৩৮.৪১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছিল তারা। যত গাছ কাটা হবে তার চেয়ে বেশি গাছ লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। শীর্ষ আদালত জানিয়েছে, ১০০ বছর পুরনো গাছ কাটার সঙ্গে নতুন চারাগাছ লাগানোর কোনও তুলনাই চলতে পারে না। জীবিত গাছ অক্সিজেন সরবরাহ করে, স্রেফ ক্ষতিপূরণের মূল্য দিয়ে দায় সারা যায় না, মত আদালতের।