কলকাতা

কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসের প্রথম বলি হরিদেবপুরের শম্পা চক্রবর্তী

ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু হল খাস কলকাতায়। একেই করোনা নিয়ে চিন্তিত দেশ তথা রাজ্যের চিকিত্‍সকমহল। দৈনিক মৃত্যু ও সংক্রমণের নিরিখে চিন্তা বাড়ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তার মাঝেই হানা দিয়েছে এই ব্ল্যাক ফাঙ্গাস। যার ঠিকমতো চিকিত্‍সা করাই যাচ্ছে না গোটা দেশে। সেই রোগেই এবার ফের আক্রান্ত হয়ে মৃত্যু হল এক রুগীর। হরিদেবপুরের বাসিন্দা বছর ৩২-এর ওই মহিলা করোনায় আক্রান্ত হয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি ছিলেন। ওই মহিলার নাম শম্পা চক্রবর্তী। জানা গিয়েছে, করোনার সঙ্গেই ওই মহিলা মিউকরমাইকোসিস রোগেও আক্রান্ত ছিলেন। দুটি রোগের চিকিত্‍সায় বেশকিছুদিন ধরেই অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যাম্ফোটিরিসিন-বি দেওয়া হয়েছিল সুস্থ করার জন্য। কিন্তু জোড়া রোগের লড়াইয়ে পেড়ে না উঠে শুক্রবার ভোর রাতেই মৃত্যু হয়েছে ওই মহিলার। হরিদেবপুরের ওই বাসিন্দার মৃত্যুর পর এই নিয়ে কলকাতায় দু’জন করোনায় আক্রান্ত ব্ল্যাক ফাঙ্গাসের রুগীর মৃত্যু হল।