বিহারে বিগত দুই দিনে বিষ মদের বলি অন্তত ৩৩ জন। গুরুতর অসুস্থ হয়ে পড়েছে আরও অনেকে। বিষ মদ খেয়ে মৃত্যুর যে ঘটনাগুলি বিগত দু’দিনে প্রকাশ্যে এসেছে, তার সবগুলিই বিহারের দুই জেলা থেকে – গোপালগঞ্জ এবং পশ্চিম চম্পারণে। অথচ, বিহারে মদ তৈরি, বিক্রি ও মদ্যপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ রয়েছে। এদের মধ্যে বৃহস্পতিবার পশ্চিম চম্পারণের বেতিয়া সংলগ্ন তেলহুয়া গ্রামে বিষ মদ পান করে আট জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে গোপালগঞ্জ জেলাতেও গতকাল ৬ জনের মৃত্যু হয়েছে ওই একই কারণে। এই নিয়ে গোপালগঞ্জে বিষ মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬। যদিও বিষ মদ খেয়েই ওই ৩৩ জনের মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে এখনই কিছু মুখ
খুলতে চাইছে না ওই দুই জেলার প্রশাসন। উত্তর বিহারে শেষ দশ দিনে এই নিয়ে তিনটি বিষ মদ খাওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। বিহারের মন্ত্রী জনক রাম ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন। সাংবাদিকদের উদ্দেশে তিনি জানিয়েছেন, “বিষ মদ খেয়ে যে ব্যক্তিরা মারা গিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে, আমি আজ তাঁদের পরিবারের সঙ্গে দেখা করি। এটি এনডিএ জোট সরকারকে কালিমালিপ্ত করার একটি চক্রান্ত বলে মনে করছি আমি।” পুলিশ সুপার আনন্দ কুমার জানিয়েছেন, গত দুই দিনে জেলার মহম্মদপুর গ্রামে রহস্যজনকভাবে কয়েকজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতা না আসা পর্যন্ত তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তিনটি দল মামলাটি তদন্ত করছে।”