দেশ

প্রবল বর্ষণে বিপর্যস্ত কর্ণাটক, মৃত ৩৮, জানালেন মুখ্যমন্ত্রী

প্রবল বর্ষণে বিপর্যস্ত কর্ণাটক। বর্ষা শুরুর পর থেকে রাজ্য যে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, তা সম্প্রতি প্রকাশ্যে জানালেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বুধবার একটি বৈঠকের পর সিদ্দারামাইয়া জানান, পয়লা জুন থেকে এখনও পর্যন্ত তুমুল বর্ষণের জেরে ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। ৫৭টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ২০৮টি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০৫ গবাদিপশুর মৃত্যু হয়েছে। তাছাড়াও ব্যাপক বৃষ্টি ও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির কারণে চাষের জমি ও ফসলের বিপুল ক্ষতি হয়েছে। বহু ফসল মাঠেই নষ্ট হয়ে গেছে। মৌসম ভবন জানিয়েছে, আগামী দুইদিন কর্ণাটকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। আগামী সপ্তাহেও তুমুল বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বিশেষ সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে জানিয়েছেন সিদ্দারামাইয়া।