জেলা

টাকার প্রলোভন দেখিয়ে নারী পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা সহ ৪

সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে বিহারে নাচের কাজে নিয়ে যাওয়ার নাম করে নারী পাচারের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার এক মহিলা সহ ৪ জন। মঙ্গলবার সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত আমতলী থেকে গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ধৃতদের নাম রাকেশ তিওয়ারি, রত্না সরকার, পবন কুমার গুপ্তা ও আরজিত কুমার মাঞ্জি। ধৃতদের মধ্যে রত্নার বাড়ি হাসনাবাদ থানার রূপমারি গ্রামে। বাকি তিনজনের বাড়ি বিহারের সিয়ান জেলার জালালপুরে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আমতলির বাসিন্দা জয়ন্ত মন্ডলের স্ত্রী রাখি মন্ডলকে মোটা টাকার প্রলোভন দেখিয়ে বিহারে নাচের কাজে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করতে থাকে রাকেশ। মোটা টাকার প্রলোভন পেয়েও স্ত্রীকে ভিন রাজ্যে পাঠাতে চাননি জয়ন্ত। শুধু তাঁর স্ত্রী নন, আশপাশের এলাকা থেকে আরও বেশ কয়েকজন মহিলাকে বিহারে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিলেন রাকেশ ও তার দলবল। বিষয়টিতে সন্দেহ হওয়ায় জয়ন্ত এ বিষয়ে সুন্দরবন কোস্টাল থানার পুলিশকে জানায়। ঘটনার খবর পেয়ে ওসি সুমন দাসের নেতৃত্বে পুলিশকর্মীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে। ধৃতদের জিজ্ঞাসাবাদে তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ায় ৪ জনকেই গ্রেফতার করেছে পুলিশ।