দেশ

৪ কেন্দ্রের উপনির্বাচনের জন্য রাজ্যে আসছে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

রাজ্যের বকেয়া চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য আপাতত মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, এই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসবা কেন্দ্রের জন্য। নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই বাহিনী মোতায়েন করা হবে। ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থাকছে বিএসএফ ৯ কোম্পানি, সিআরপিএফ ৮ কোম্পানি, সিআইএস‌এফ ও এস‌এসবি ৫ কোম্পানি করে। তবে কোন কেন্দ্রের জন্য কত বাহিনী থাকবে সেটা স্থানীয় জেলা নির্বাচন আধিকারিকের সাথে আলোচনা করেই ঠিক হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হতে পারে। প্রসঙ্গত, সদ্য সমাপ্ত তিন কেন্দ্রের নির্বাচনে মোট ৭২ কোম্পানি বাহিনী মোতায়েন করেছিল কমিশন। যার মধ্যে শুধু ভবানীপুরেই মোতায়েন করা হয়েছিলো ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।