দেশ

উত্তরপ্রদেশের লখনউয়ের সরকারি শিশু আশ্রমে খাদ্য বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু, গুরুতর অসুস্থ ২৩

উত্তরপ্রদেশের লখনউতে সরকার পরিচালিত শিশু আশ্রম ‘নির্ভানা রাজকীয় বাল গ্রহ-এ সন্দেহজনক খাদ্য বিষক্রিয়ার ফলে বৃহস্পতিবার দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়াও ২৩ জন শিশু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কিং জর্জ মেডিক্যাল ইউনিভার্সিটিতে (কেজিএমইউ) স্থানান্তরিত করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, শিশুদের প্রথমে লোক বঁধু হাসপাতালে ভর্তি করা হয়, যখন তাদের শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। লোক বঁধু হাসপাতালের প্রধান চিকিৎসা সুপারিনটেনডেন্ট ডা. রাজীব দীক্ষিত বলেন, “এটা বলা কঠিন যে এটা শুধুমাত্র খাদ্য বিষক্রিয়া। কিছু শিশু রক্তাল্পতা এবং জলশূন্যতায় ভুগছিল। আমরা সব প্রয়োজনীয় পরীক্ষা, যেমন এক্স-রে এবং রক্ত পরীক্ষা,  করেছি।” জেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এন.বি. সিং জানান, “ওদের অনেকেই বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ছিল, প্রকৃত কারণ স্পষ্ট নয়, তবে তারা জলশূন্যতায় ভুগছিল বলে মনে হচ্ছে।” জেলা ম্যাজিস্ট্রেট এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে অসুস্থতার সঠিক কারণ নির্ধারণ করা যায়। শিশুদের খাবার এবং আশ্রমের পরিবেশ নিয়ে তদন্ত চলছে। ডা. রাজীব দীক্ষিত আরও জানান যে, অনেক শিশু মানসিকভাবে প্রতিবন্ধী এবং নিজেদের যত্ন নিতে অক্ষম ছিল, তাই তাদের দেখাশোনা করার জন্য আশ্রমে কর্মী ছিল।