জেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ৪, আর্থিক সাহায্যের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আজ বৃহস্পতিবার সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। দিঘা বেড়াতে যাওয়ার পথে দুর্ঘটনায় কবলে পড়ে মর্মান্তিক মৃত্যু হল ৪ পর্যটকের। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায়।  সূত্রে খবর, কাঁথি থেকে একটি বেসরকারি বাস কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অপর দিক থেকে নদীয়া জেলা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে চারজন পর্যটক দিঘার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এরপর দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে মারিশদা দইসাই বাসস্ট্যাণ্ড কাছে এলে যাত্রীবাহী বাস ও প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মারিশদা থানার পুলিশ ৪ জনের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য কাঁথি হাসপাতলে পাঠিয়েছে।  দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, মৃতদের পরিবারের পাশে আছে রাজ্য সরকার। আর্থিক সাহায্যও করা হবে। নির্বাচনীবিধি কার্যকর থাকায় সরাসরি আর্থিক সাহায্যের ঘোষণা করতে পারেননি তিনি।