যানজটের কারণে রেললাইনের উপরেই দাঁড়িয়েছিল যাত্রীবোঝাই বাস। আর তখনই সাক্ষাৎ নারায়ণগঞ্জগামী ট্রেন এসে ধাক্কা মারে বাসটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের ৪ যাত্রী। গুরুতর আহত হয়েছেন আরও ৫জন। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সংবাদমাধ্যমকে জানান, রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ নারায়ণগঞ্জের এক নম্বর রেলগেটের কাছে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে লেভেল ক্রসিংয়ের রেলগেট ফেলা সম্ভব হয়নি। রেললাইনের উপরেই দাঁড়িয়ে পড়ে কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহণ নামে এক বেসরকারি সংস্থার বাস। তখনই ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ক্রসিংয়ের মুখে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। প্রচণ্ড দাক্কায় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পুলিশ ও দমকল বিভাগকে খবর পাঠানো হয়। দমকল কর্মীরা এসে বাসের ভিতর থেকে দুই যাত্রীর নিথর দেহ উদ্ধার করেন। পাশাপাশি বাসের ৭ যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যাত্রী মারা যান। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারে। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, পুলিশি নিস্ক্রিয়তার কারণে এক নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় প্রতিদিনই যানজট তৈরি হয়।