সূত্রের খবর, আগামী জুলাই মাসেই দেশে আসছে ৪টি রাফাল যুদ্ধবিমান। জানা গেছে, ৪টি রাফালের মধ্যে ৩টি দুই সিটের প্রশিক্ষক বিমান এবং বাকি একটি সিঙ্গেল সিটের ফাইটার বিমান। চারটি বিমান জুলাইয়ের শেষের দিকে আম্বালায় বায়ুসেনার ঘাঁটিতে পৌঁছবে। প্রথম বিমানটি চালাবেন ১৭ গোল্ডেন অ্যারো স্কয়্য়াড্রনের কমান্ডিং অফিসার। সঙ্গে থাকবেন একজন ফরাসি পাইলট। জানা যাচ্ছে, ফ্রান্স থেকে ভারতে আসার দুবার মাধ আকাশে তেল ভরা হবে বিমানে। একবার মধ্য প্রাচ্যে আসার আগে, আরেকবার মধ্য প্রাচ্য থেকে ভারতে আসার পথে। একবার তেল ভরবে ফ্রান্সের বায়ুসেনা, আরেকবার ভরতে ভারতীয় বায়ুসেনার অয়েল ট্যাঙ্কার বিমান।