স্বাধীনতা দিবসের আগে জঙ্গিদের বড়সড় হামলার ছক বানচাল। জম্মু-কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হল জইশ-ই-মহম্মদের ৪ জঙ্গিকে। পুলিশ সূত্রে খবর, উপত্যকায় আইইডি বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিরা। পাকিস্তান থেকে অস্ত্র পাচার এবং অন্য জঙ্গিদের কাছে সেই অস্ত্র পৌঁছে দেওয়ার কাজ করছিল তারা। জানা গিয়েছে, প্রথমে পুলওয়ামা থেকে পুলিশের জালে ধরা পড়ে জঙ্গি মুনতাজির মঞ্জুর। তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং দুটি চাইনিজ গ্রেনেড উদ্ধার করা হয়। একটি ট্রাকও বাজেয়াপ্ত করে পুলিশ। এরপর তাকে জেরা করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত আরও এক জঙ্গি তৌসিক আহমেদ শাহ জানিয়েছে, বড়সড় হামলার লক্ষ্যে পুরনো বাইক কেনার দ্বায়িত্ব ছিল তার ওপর। চতুর্থ জঙ্গি জাহাঙ্গীর আহমেদ ভারতে জইশের হয়ে জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল।