প্রতিরক্ষা মন্ত্রকের জন্য ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র তৈরি করবে ভারত ডায়নামিক্স লিমিটেড ৷ এই মর্মে প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে ৪৯৯ কোটি টাকার একটি চুক্তিতে সই করেছে ভারত ডায়নামিক্স ৷ দেশের ইনটিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-র অধীনে একটি গুরুত্বপূর্ণ সংস্থা বিডিএল ৷ সেনা ও বায়ু সেনা উভয়ের জন্য আইজিএমডিপি-র প্রজেক্টে অন্য ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে ‘আকাশ’ তৈরি করেছে বিডিএল ৷ এই ক্ষেপণাস্ত্র বিভিন্ন অনুষ্ঠানে সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করে দেখা হয়েছে ৷ এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে আকাশকে অন্যতম ভাল ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় ৷ এই চুক্তি সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে “আকাশ” ক্ষেপণাস্ত্র তৈরি ও সরবরাহ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর করেন এয়ার কম্যাডোর অজয় সিঙ্ঘল, ভারতীয় বায়ু সেনার তরফে এয়ার কম্যাডোর “গাইডেড উইপনস মেইনটেন্যান্স” এবং বিডিএল-এর তরফে কম্যাডোর টি এন কাউল, অবসরপ্রাপ্ত, মার্কেটিংয়ের এগজিকিউটিভ ডিরেক্টর, রাধাকৃষ্ণা, প্রোডাকশনের ডিরেকটর ৷