ছত্তিশগড়ের রায়পুরে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন। প্রশাসন সূত্রে খবর, অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত অন্তত পাঁচ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় রায়পুরের রাজধানী হাসপাতালে আগুন লাগে। সেই সময় হাসপাতালে প্রায় ৫০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে বেশ কয়েকজন রোগী আইসিইউতে ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। প্রায় ঘণ্টা দুয়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। বাকি রোগীদের অন্য হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেন তিন।