রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি মিনিবাসের সংঘর্ষে মৃত্যু হয়েছে ৫ জনের ৷ শনিবার ভোরে কালাবুর্গি জেলার জেওয়ারগি তালুকের সোন্না গ্রামে দুর্ঘটনাটি ঘটে ৷ ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং ১১ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, নিহতদের নাম মৌলান গাদ্দাকেরি (৫২), ওয়াজিদ (২), মাইবুব বি উসমান (৫৩), প্রিয়াঙ্কা (১৩) এবং মাইবুব (২৯) ৷ এরা সকলেই বাগলকোটের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত ১১ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি যাত্রীদের জেওয়ারগি তালুক হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানেই তাঁদের চিকিৎসা চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, দুই প্রতিবেশী এবং একই পরিবারের ২৯ জন সদস্য সহ মোট ৩১ জন একটি মিনিবাসে বাগলকোট থেকে কালাবুরাগির বন্দেনাওয়াজ দরগায় যাচ্ছিলেন। অন্যদিকে, একটি ট্রাকের টায়ার পাংচার হয়ে যাওয়ায় সেটি রাস্তার বা পাশে দাঁড়িয়ে ছিল। যাত্রীদের দরগায় নিয়ে যাওয়া মিনিবাসটি সজোরে পিছন থেকে ওই দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা মারে ৷ সেই সময় চালক টায়ার পরিবর্তন করতে ব্যস্ত ছিলেন। ফলে আগে থেকেই কিছুই বুঝতে পারেননি ৷ নেলোগি থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল যান স্থানীয় বিধায়ক অজয় সিং ৷ তাঁর সঙ্গেই ছিলেন কালাবুর্গির পুলিশ সুপার আদুর শ্রীনিবাসলু ৷ ঘটনাস্থল পরিদর্শনের পর বিধায়ক জেলা হাসপাতালেও যান ৷ আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নিয়েছেন এবং পরিবারগুলিকে চিকিৎসা থেকে শুরু করে অন্য বিষয়ে আশ্বস্তও করেছেন। বিধায়কের কথায়, “ট্রাকটি পাংচার হওয়ার আধ ঘন্টার মধ্যেই এই ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। চিকিৎসা ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ৷”
