বিদেশ

আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণ, মৃত ৫০

শুক্রবার আফগানিস্তানে এক মসজিদে প্রার্থনার সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। মার্কিন সেনা ওই দেশ ছেড়ে যাওয়ার পরে এত বড় বিস্ফোরণ আগে কখনও ঘটেনি। কুন্দুজ প্রদেশের ওই বিস্ফোরণে মারা গিয়েছেন অন্তত ৫০ জন। আহত হয়েছেন আরও অনেকে। এখনও কোনও গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তালিবান অধিকৃত আফগানিস্তানের স্থিতিশীলতা নষ্ট করার জন্যই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। এর আগে জঙ্গি ইসলামিক স্টেট গোষ্ঠী আফগানিস্তানে কয়েকটি বিস্ফোরণ ঘটিয়েছে। কুন্দুজে তালিবানের ডিরেক্টর অব কালচার অ্যান্ড ইনফরমেশন মাতিউল্লা রোহানি বিস্ফোরণের কথা স্বীকার করেছেন। কুন্দুজ প্রাদেশিক হাসপাতালের তরফে জানানো হয়, সেখানে ৩৫ টি মৃতদেহ আনা হয়েছে। ডক্টর উইদাউট বর্ডারস হসপিটাল জানিয়েছে, সেখানে আনা হয়েছে আরও ১৫ টি মৃতদেহ।