২১ জুলাই উপলক্ষে গোটা কলকাতা শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।মোট ৫০০০ পুলিশ নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণের মূল দায়িত্বে থাকছে। বিশেষ পুলিশ কমিশনার মূল মঞ্চের নিরাপত্তার দায়িত্বে থাকছেন । এছাড়া দু’জন অতিরিক্ত পুলিশ কমিশনার সহ নিরাপত্তায় মোট ৮ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৩১ জন ডিসি, ৫০ জন এসি, ১৫০ জন ইন্সপেক্টর, ৭৫০ এসআই ও এএসআই। র্মতলা চত্বরের আশপাশের অঞ্চল ১৫টি জোনে ভাগ করে থাকবেন নজরদারিতে। প্রতি জোনের দায়িত্ব থাকবেন একজন করে ডেপুটি কমিশনার। শহরের ১৮টি জায়গায় পিকেট থাকবে। এছাড়া থাকছে- ১৪টি জায়গায় অ্যাম্বুল্যান্স, ১০টি ড্রপ গেট, ৫টি সিজার ব্যারিকেড, ৮টি জায়েন্ট স্ক্রিন ও ৪টি ভিউ কাটার থাকছে। শুক্রবার ভোররাত থেকেই ২৯টি জায়গায় পার্কিং এবং ৪৮টি ‘মো আই হেল্প ইউ’ বুথ। এছাড়া ১২টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড ও পর্যাপ্ত সংখ্যক পিসিআর ভ্যান থাকছে। ৬টি কুইক রেসপন্স টিম এবং ২০টি বহুতলের ছাদ থেকে বাইনোকুলারে নজরদারি। অন্যদিকে ভিডিওগ্রাফি হবে মঞ্চ সংলগ্ন পাঁচটি বহুতলের ছাদ থেকে। মঞ্চ সংলগ্ন অঞ্চলে ১৪৪ ধারা ও নজরদারিতে ৪৫টি অতিরিক্ত সিসিটিভি। সমাবেশের ওপর উড়বে একাধিক ড্রোন। লালবাজার কন্ট্রোল রুম থেকে ওই ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। ৪টি গঙ্গার ঘাটে ডিএমজির নৌকা ও ডুবুরি থাকছে। দশটি মেট্রো স্টেশনে অতিরিক্ত বাহিনী থাকছে। অন্যদিকে মূল মঞ্চকে নিরাপত্তার তিনটি বলয়ে ভাগ করা হয়েছে। এক নং বলয় – মূল মঞ্চের দায়িত্বে একজন ডিসি, তিনজন এসি, চার ইন্সপেক্টর, পাঁচ সাব ইন্সপেক্টর, পাঁচ এএসআই, মহিলা-সহ ৩৬ পুলিশকর্মী, ২৫ মহিলা-সহ ৯৫ সাদা পোশাকের পুলিশ, ২০ জন মহিলা উইনার্স, ২৫ পুরুষ ও ১৫ মহিলা র্যাফ জওয়ান। দুই নং বলয়- মঞ্চের পিছন দিক ও সংলগ্ন এলাকায় দু’ভাগে নজরদারি। নিরাপত্তার দায়িত্বে একজন ডিসি, তিনজন এসি, ৬ ইন্সপেক্টর, ১২ এসআই, ১৭ এএসআই, ৪৫ পুলিশকর্মী। তিন নং বলয় – মঞ্চের বাইরে চৌরঙ্গি স্কোয়ারে পাঁচটি ভাগে নজরদারি। নিরাপত্তার দায়িত্বে দু’জন ডিসি, পাঁচজন এসি, সাতজন ইন্সপেক্টর, ১৮ এসআই, ১৯ এএসআই, ১০০ জন পুলিশকর্মী।
আগামীকাল যে রাস্তাগুলি দিয়ে ধর্মতলায় মিছিল যাবে, সেই রুটগুলি হল………
১) শিয়ালদহ থেকে এজেসি বোস রোড, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা
২) হাওড়া থেকে ব্রিজ পেরিয়ে ব্রাবোর্ন রোড, ডালহৌসি হয়ে ধর্মতলা সমাবেশে
৩) পার্ক সার্কাস, সেভেন পয়েন্ট থেকে সিআইটি রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা সমাবেশেস্থল।
৪) দক্ষিণ কলকাতার মিছিল সকাল ১১ টা নাগাদ হাজরা মোড় থেকে আশুতোষ মুখার্জি রোড, জওহরলাল নেহরু রোড, ফ্রি স্কুল স্ট্রিট হয়ে পৌছবে ধর্মতলাতে।
৫) উত্তর কলকাতার মিছিল শ্যামবাজার থেকে এপিসি রোড, শিয়ালদহ ফ্লাইওভার পেরিয়ে এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে পৌছবে ধর্মতলায়।
৬) উত্তর কলকাতার অপর একটি মিছিল বিবেকানন্দ রোড, পাথুরিয়াঘাটা স্ট্রিট, গিরিশ পার্ক থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে পৌঁছবে ধর্মতলায়।
৭) কলকাতা স্টেশন থেকে একটি মিছিল আর জি কর রোড, বেলগাছিয়া রোড, শ্যামবাজার, এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি, এস এন ব্যানার্জি রোড হয়ে যেতে পারে ধর্মতলায় অথবা শ্যামবাজার থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে পৌঁছতে পারে ধর্মতলায়। এছাড়া যে রাস্তা দিয়ে সমর্থকদের নিয়ে আসবে গাড়ি ও বাস সেই সংশ্লিষ্ট রাস্তা গুলি হল, খিদিরপুর রোড ,হেদুয়া , বিধান সরনি, কলেজ স্ট্রিট, নির্মলচন্দ্র স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড, এস এন ব্যানার্জি রোড। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র থেকে অকল্যান্ড রোড, স্ট্র্যান্ড রোড, পলাশি গেট রোড, মেয়ো রোড, ডোরিনা ক্রসিং সংশ্লিষ্ট রাস্তাগুলি।