গুণমান পরীক্ষায় ডাহা ফেল করল ৫৩টি ওষুধ। তালিকায় রয়েছে ব্যাকটেরিয়াল সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত ওষুধ ক্লেভাম ৬২৫, গ্যাসের জন্য ব্যবহৃত প্যান ডি, জ্বরের জন্য ব্যবহৃত প্যারাসিটামল ট্যাবলেট আইপি ৫০০-ও মতো ওষুধগুলি। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্স কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-র রিপোর্টে সামনে এসেছে এমনই তথ্য। বাজারে যে সমস্ত ওষুধ রয়েছে সেগুলির গুণগত মান যাচাই করার জন্য প্রতি মাসে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন CDSCO-র আধিকারিকরা। অগস্ট মাসের ‘নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি (এনএসকিউ অ্যালার্ট)’-র তালিকা প্রকাশ করেছে CDSCO। দু’টি তালিকায় প্রথমে রয়েছে ৪৮টি ওষুধের নাম, দ্বিতীয় তালিকায় রয়েছে ৫টি ওষুধ। তালিকায় যে সমস্ত ব্র্যান্ড রয়েছে সেগুলির সঙ্গে বড় কিছু ওষুধ তৈরির সংস্থার নাম জড়িয়ে। গুরুত্বপূর্ণ বিষয়গুলি হল-এর মধ্যে একটি সংস্থা রাষ্ট্রায়ত্ত।গ্যাসের সমস্যায় যে সমস্ত মানুষ ভোগেন তাঁরা অনেকেই বিভিন্ন সময় ভরসাযোগ্য ওষুধ হিসেবে প্যান-ডি খান চিকিৎসকদের পরামর্শ মেনে। এছাড়াও ডায়াবেটিসের ওষুধ গ্লিমেপিরাইড, হাই প্রেসারের ওষুধ টেলমিসার্টান-এর নাম রয়েছে এই তালিকায়। গুণগত মানের নিরিখে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে ক্লেভামও। ওষুধ প্রস্তুতকারী এক সংস্থার তরফে অবশ্য জানানো হয়েছে, যে সমস্ত ব্যাচের ওষুধের নমুনা পরীক্ষা করা হয়েছে সেগুলি তাঁদের তৈরি নয় এবং সেগুলি জাল।