বিদেশ

জাপানে ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা বেড়ে ৫৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে এমনই খবর মিলেছে। পরপর জোরালো ভূমিকম্পে সোমবার কেঁপে ওঠে দেশ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। জারি হয় সুনামির সতর্কতা। বাড়তে থাকে জলস্তর। এমনই আবহে ইশিকাওয়া দ্বীপে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে, ধীরে ধীরে সুনামির ভয় কমছে । সেই অনুপাতে সতর্কতার মাত্রাও কমিয়ে দিচ্ছে প্রশাসন। তবে এখনও দেশের উপকূলের বিভিন্ন এলাকায় থাকা বাসিন্দাদের বাড়ি ফেরার অনুমতি দেওয়া হয়নি। আগামী কয়েক ঘণ্টায় পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখে নিয়েই বাকি সিদ্ধান্ত নেবে প্রশাসন। ধারাবাহিক ভূমিকম্পের পর সুনামির সর্বোচ্চ সতর্কতা জারি করে প্রশাসন। এবার তা ধীরে ধীরে কমিয়ে দেওয়া হচ্ছে।এরইমধ্যে আবহাওয়া দফতরের দাবি, স্থানীয় সময় বিকেল 4টে থেকে জাপানের সমুদ্রে ইশিকাওয়া দ্বীপের আশপাশে কমপক্ষে ১২টি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। তার জেরে প্রশাসনের দাবি কমপক্ষে ৬টি বাড়ি ভেঙে পড়েছে। বাসিন্দারা সকলেই ভিতরে আটকে পড়েন। এছাড়া প্রশাসনের এক মুখপাত্রর দাবি,ইশিকাওয়া দ্বীপের ওয়াজিমা শহরে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তাছাড়া প্রায় 30 হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।