দেশ

উত্তরপ্রদেশে হাথরাস কাণ্ডের পর রাতারাতি ৬ আইএএস অফিসারের বদলি

দেশজুড়ে হাথরাস কান্ড নিয়ে সমালোচনার ঝড়। এমন অবস্থায় যোগী আদিত্যনাথ সরকার কার্যত হাথরাসের ধর্ষণকাণ্ডে কোণঠাসা। পুলিশ এই ঘটনাকে ধর্ষণ বলেত অস্বীকার করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বড়সড় পদক্ষেপ নিয়ে নিল যোগী সরকার। সমাজবাদী পার্টির শাসনের আমলে অবনীশ কুমার অবস্তি ছিলেন উত্তরপ্রদেশেরমুখ্যসচিব। তিনি যোগী রাজ্যের অন্যতম নামী আইএএস অফিসার হিসাবে পরিচিত। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছেন নবনীত সেহগাল। আর অবস্তির দায়িত্ব থাকবে, রাজ্যের বিসা পাসপোর্ট, জেল এক্সপ্রেসওয়ে সংক্রান্ত বিভাগের। এদিকে, ৬ আইএএসের বদলিতে বাড়তি দায়িত্ব পড়েছে সেরাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্যসচিবের ওপর।অন্যদিকে, যে সমস্ত পদের আইএএসরা বদলি হয়েছেন, তাঁরা ছিলেন, রাজ্যের অ্যাডিশনাল সেক্রেটারি, হর্টিকালচারের প্রিন্সিপাল সেক্রেটারি সহ বিভিন্ন পদে। উল্লেখ্য, হাথরাসে জেলাশাসকের হুমকির ভিডিও ঘিরে রীতি মতো তোলপাড় হয়েছে গোটা দেশ। এমন অবস্থায় কোণঠাসা যোগী আদিত্যনাথ অস্বস্তিতে পড়েছেন। তারপরই তাঁর রাজ্যে ব্যাপক রদবদল শুরু হয়ে গিয়েছে।